ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নির্বাচনে দেশি পর্যবেক্ষক থাকবেন ২০ হাজার ৭৭৩ জন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ৫১৭ জন এবং মাঠ পর্যায়ে ২০ হাজার ২৫৬ জন দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন। সবমিলিয়ে ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: