
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সারা দেশে সাড়ে আট হাজার আনসার ব্যাটালিয়ন সদস্যকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার থেকে তাঁদের মোতায়েন করা হয়। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত তাঁরা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ ডিসেম্বর সারা দেশে সাড়ে আট হাজার আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থেকে ২৫০টি প্লাটুন ও ৭৫০টি সেকশনে তাঁরা দায়িত্ব পালন করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: