ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

২০৪১ সালের মধ্যে দক্ষ জনশক্তি গড়ে তুলব : শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিভিন্নস্থানে এক শটি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। সেখানে দেশি-বিদেশি সেখানে বিনিয়োগ হবে। কারণ আওয়ামী লীগ সরকার বিশ্বাস করে তারুণ্যের শক্তিই বাংলাদেশের অগ্রগতি। এই তারুণ্যেই আমরা উপযুক্তভাবে তৈরি করতে চাই স্মার্ট তরুণ সমাজ হিসেবে। দক্ষ জনশক্তি হিসেব গড়তে চাই।

আজ শনিবার বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা এ কথা বলেন। 

তিনি আরও বলেন,  যুব সমাজের জন্য কাজের ব্যবস্থা করেছি। কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস এগুলোর ব্যবস্থা করে দিয়েছি।আমাদের লক্ষ্য হলো ২০৪১ সাল। এই ২০৪১ সালের মধ্যে দক্ষ জনশক্তি গড়ে তুলব।



আপনার মূল্যবান মতামত দিন: