ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই পৌঁছে দিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৪ ১৬:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৪ ১৬:৪৮

প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কাছে সরকার বিনামূল্যে বই পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এই কথা বলেন তিনি।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী শামীম হকের সভাপতিত্বে জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: