odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫

সংসদের আগামী অধিবেশনেই পাস হবে শ্রম আইন : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ January ২০২৪ ১০:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ January ২০২৪ ১০:৪৬

সংসদের আগামী অধিবেশনেই শ্রম আইন পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি গতকাল শুক্রবার সকালে জেলার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

ড. মোহাম্মদ ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে মার্কিন ১২ সিনেটরদের এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, “আমি যতটুকু জানি এবং মামলার কাগজপত্র দেখেছি, এতটুকু বলতে পারবো বিচারিক আদালতে সুষ্ঠুভাবে ধারা অনুযায়ী বিচার হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলবো না। যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা চাই না।”

তিনি  বলেন, যারা দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করবো।



আপনার মূল্যবান মতামত দিন: