
বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি।
শেখ হাসিনার কাছে পাঠানো অভিনন্দন বার্তায় রামাফোসা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানানোর অনুমতি দিন।’ রামাফোসা বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, দক্ষিণ আফ্রিকা দুই দেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক দ্বিপক্ষীয় সম্পর্কের আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’
শুভেচ্ছাবার্তায় ইরাকলি লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় জর্জিয়া সরকার ও আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।’ জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটা দেখে আনন্দিত যে আমাদের দুই দেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।’
আপনার মূল্যবান মতামত দিন: