
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ৮শ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাভাও নগরীন একটি শপিং মলে আগুন লেগে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।
গতকাল শনিবার সকালে শপিং মলের তৃতীয় তলার একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষের মুখপাত্র মা. তেরেসিতা গাসপান। তিনি জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা উপরের তলার একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন লাগার কারণ জানা যায়নি এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।
নিহতদের অধিকাংশই শপিং মলটির একটি কল সেন্টারের কর্মী বলে শহর কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, শপিং মলে আগুনের ঘটনায় নিখোঁজ ৩৭ জনের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। আসুন আমরা তাদের জন্য প্রার্থনা করি।
দুর্ঘনায় নিখোঁজ হওয়া লোকজনের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে।
আপনার মূল্যবান মতামত দিন: