ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

১৪ দিন পর হল'এ ফিরবে ইবি'র আবাসিক শিক্ষার্থীর

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ২৩ জুন ২০২৪ ১৫:৫২

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২৪ ১৫:৫২

ওয়াসিফুর রহমান, ইবি প্রতিনিধি: দুই সপ্তাহ'র ছুটি শেষে আগামী সোমবার সকাল ১০ ঘটিকায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র ৮টি আবাসিক হল।

এ বিষয়টি রবিবার (১৩ জুন) প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান মুঠোফোনে নিশ্চিত করেন। এছাড়াও টানা বন্ধে হল সমূহের ভেতরে-বাইরে গজানো আগাছাসমূহ যথাযথ পরিষ্কারের নির্দেশনাও দেওয়া আছে বলে জানান তিনি।

এদিকে গ্রীষ্মকালীন ও ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ই জুন সকাল দশটা থেকে ২৪শে জুন সকাল দশটায় আগ পর্যন্ত হল সমূহ বন্ধ রাখা হয়।

এ বিষয়ে শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. মুরশিদ আলম বলেন, ছুটি শেষ হওয়ার আগেই আমরা হলের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি হলের আশেপাশের ড্রেন ও বাগান পরিষ্কার করে রাখবো।

তিনি আরও জানান রাসেলস ভাইপার সাপের উপদ্রব থেকে বাঁচতে হলের আশেপাশে কার্বনিক এসিড ছিটানো হবে।

সার্বিক বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রতিটি হলে যথাযথ পরিষ্কার যেন করা হয় সে নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। এছাড়াও সাপের উপদ্রব ঠেকাতে হলের আশেপাশের বাগানে কার্বনিক এসিড ছিটিয়ে রাখার ব্যবস্থা করবো।

প্রসঙ্গত, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ই জুন থেকে ছুটিতে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের ক্লাস বন্ধের ৪দিন পর বন্ধ হয় আবাসিক হলগুলো।



আপনার মূল্যবান মতামত দিন: