
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। এতে ১০ জন শিক্ষার্থী আহত হয়।
সোমবার(১৫ জুলাই) দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ষোল-শহরগামী শাটল ট্রেনকে ছাত্রলীগ আটকে দেয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে মারধর অতঃপর শাটল ট্রেন থেকে প্রক্টর অফিসের উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। রাফিকে অন্দোলনকারীরা উদ্ধার করতে গেলে শহিদ মিনার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মী কতৃক আক্রমণের শিকার হয়। আন্দোলনকারীদের চাপের মুখে তাকে প্রক্টর অফিসে নিয়ে ছেড়ে দিতে বাধ্য হয় তারা।
চবি ক্যাম্পাসের ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নাঈম আরাফাত এক আন্দোলনকারীকে শহীদ মিনারের সামনের রাস্তায় ফেলে পিটায় এবং অশ্লীলভাবে গালি-গালাজ করে। নাঈম আরাফাত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
ছাত্রলীগ কতৃক শাটল বন্ধ করে দেওয়ায় ক্যম্পাসের আন্দোলনকারি একাংশ শিক্ষার্থী গাড়ি যোগে ষোলশহর স্টেশনে যায় এবং নগরীতে অবস্থিত শিক্ষার্থী সহ সমাবেশ বাস্তবায়ন করে। এখানো কোটাবিরোধী অন্দোলনরত শিক্ষাথীদের উপর হামলা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
আপনার মূল্যবান মতামত দিন: