ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

কোটা আন্দোলন : সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪ ১৫:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪ ১৫:০১

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যাচ্ছে।  

সকাল থেকেই শিক্ষার্থীরা যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, প্রগতি সরণি, উত্তরা, মিরপুরসহ রাজধানীর বেশ কিছু পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পুলিশ তা প্রতিহত করার চেষ্টা করলে বাধছে সংঘর্ষ, ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।

এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, খুলনা, রাজশাহী, যশোর, নারায়ণগঞ্জেও শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রয়েছে। এসব স্থানেও পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন ও ট্রেন চলাচল।



আপনার মূল্যবান মতামত দিন: