
শেখ হাসিনা পদত্যাগপূর্বক দেশত্যাগের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে আজ বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৯টি আবাসিক হল খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া আগামী রবিবার (১১ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সকালে অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: