odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

চবি ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলো শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি | প্রকাশিত: ১১ August ২০২৪ ২১:০৯

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ August ২০২৪ ২১:০৯

চবি প্রতিনিধি : টান তিনদিন আন্দোলন করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসন ও উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরকে অবাঞ্ছিত ঘোষণা করলেন চবির বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। 

রবিবার (১১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে  জড়ো হয়ে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

সাধারণ শিক্ষার্থীরা বলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্রছায়ায় ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ  তাদের ধংসাত্বক ও সন্ত্রাসি কর্মকান্ড চালিয়েছে।তাদের হাতে সাধারণ শিক্ষার্থীরা অনিরাপদ ছিল। আমরা এই দালাল প্রশাসনের হাতে আমাদের নিরাপদ মনে করতেছি না। এই নির্লজ্জ প্রশাসন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠীর সাথে আপোষ করছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বহাল এবং হলগুলো একটি পক্ষের হাতে তুলে দেয়ার জন্য তারা ষড়যন্ত্র করছেন। আমরা উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু তিনি পদত্যাগ করেন নি। আমরা এই নির্লজ্জ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তিনি এই বিশ্ববিদ্যালয়ে আর প্রবেশ করতে পারবেন না। 

তারা মেইনগেটে তালা দেয় সেইসাথে সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত ক্যম্পাসে অবস্থান করে যাতে এই ভিসি ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে। এ সময় ক্যাম্পাসে আবস্থানরত শিক্ষার্থীরা "ভ তে ভিসি, তুই দালাল তুই দালাল," "হই হই রই রই, দালাল ভিসি গেলি কই?" "নির্লজ্জের গদিতে আগুন জ্বালো এক সাথে," "এক দফা এক দাবি, প্রশাসন তুই এখনি যাবি", "ইত্যাদি বলে স্লোগান দেয়

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আবু তাহের, চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং প্রক্টরিয়াল বডিসহ হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গত শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনের সকল কর্মকর্তাদের পদত্যাগের আল্টিমেটাম দেয়। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ৩টি হলের প্রভোস্ট পদত্যাগ করলেও প্রশাসনের বাকি কর্মকর্তারা পদত্যাগ করেন নি। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কঠোর হয়ে আজ রবিবার চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: