
যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোনো অংশ তুলে দেওয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেওয়ার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি।
শেখ হাসিনা পদত্যাগ করেননি তার ছেলে জয়ের এমন বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: