odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫

সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি, যা বললেন হাসনাত আব্দুল্লাহ

odhikarpatra | প্রকাশিত: ১০ September ২০২৪ ২০:২০

odhikarpatra
প্রকাশিত: ১০ September ২০২৪ ২০:২০

ঢাকা ১০ সেপ্টেম্বর ২০২৪ : বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

রোববার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

ওই নির্দেশনা পোস্ট করে তিনি লিখেছেন, আমরা কোনও রাষ্ট্রীয় সফরে আসিনি। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র-জনতার কাছে এসেছি।

হাসনাত আরও লেখেন, একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায়, আমরাও তেমন নিরাপত্তা চাই। এর বেশি নয়। এই নোটিশের বিষয়ে আমরা অবগত নই; কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি।

ইত্তেফাক



আপনার মূল্যবান মতামত দিন: