odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করবে জাতীয় বিশ্ববিদ্যালয় : উপাচার্য

odhikarpatra | প্রকাশিত: ১১ January ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ১১ January ২০২৫ ২৩:৫৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বর্তমান প্রশাসন তার অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।

আজ শনিবার বরিশালের উজিরপুর থানাধীন গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সুশাসন এবং জবাবদিহিতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বছরের শুরু থেকেই পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সকল অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

যত্রতত্র অনার্স-মাস্টার্স খুলে শিক্ষার নামে বাণিজ্য আর করতে দেওয়া হবে না- উল্লেখ করে তিনি বলেন, উচ্চশিক্ষা শেষে কোনো শিক্ষার্থীকে যাতে চাকরি খুঁজতে না হয়, সেই লক্ষ্যে সিলেবাস সংস্কারের কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, সকল কলেজে ট্রেডকোর্স এবং কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করা হবে যেন পাস করার পর তাদের আর চাকরি খুঁজতে না হয় বরং চাকরি দাতারাই নিজ দায়িত্বে তাদের খুঁজে বের করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বুয়েট এর অধ্যাপক ড. সাব্বির মোস্তফা, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপাধ্যাক্ষ, সভাপতি এবং পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা।



আপনার মূল্যবান মতামত দিন: