odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 31st October 2025, ৩১st October ২০২৫

ঢাবি ভূতত্ত্ব বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের

odhikarpatra | প্রকাশিত: ১৭ January ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৭ January ২০২৫ ২৩:৫৯

শিক্ষার্থীদের নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা আজ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাবি’র প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বিশেষ অতিথি এবং অনারারি অধ্যাপক ড. বদরুল ইমাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সারমিন সুলতানা ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্র-শিক্ষক আন্ত:সম্পর্ক উন্নয়নের উপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: