odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিলেও নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরিক্ষা নিবে জবি

odhikarpatra | প্রকাশিত: ২৮ January ২০২৫ ২১:১০

odhikarpatra
প্রকাশিত: ২৮ January ২০২৫ ২১:১০

 

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে পরিক্ষা নিবে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া ২০০৫ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মহান জাতীয় সংসদে পাসকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন - ২০০৫ এ নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

এ বিষয়ে একজন জবি শিক্ষার্থী বলেন, ঢাবি,চবি,রাবি,জাবি কে গুচ্ছে অন্তর্ভুক্ত না করলে জবিও গুচ্ছে থাকবে না। এটাই আমাদের সিদ্ধান্ত। যদি এর বাইরে কিছু করার চেষ্টা করা হয় আবার আন্দোলন হবে। 

এ বিষয়ে উপাচার্য ড. রেজাউল করিম বলেন, আমাদের ভর্তি কার্যক্রমের সকল প্রক্রিয়া প্রায় শেষ।এখন আমাদের গুচ্ছে যাওয়ার কোনো সুযোগ নেই।সরকারের কাছে আমরা বিষয়গুলো জানিয়েছি। আশা করি তারা আমাদের সাহায্য করবে।

উল্লেখ্য গত সোমবার (২৭ জানুয়ারি) জবিসহ ২৩ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পরিক্ষা নেওয়ার জন্য পরিক্ষার্থীরা ইউজিসি অবরোধ করলে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থাকতে নির্দেশ দেয়।এর প্রতিবাদে জবি শিক্ষার্থীরা স্যোশাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেয়।



আপনার মূল্যবান মতামত দিন: