
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের রজতজয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্যাপিত হয়। সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিভাগের বর্তমান শিক্ষার্থী, প্রশাসন এবং প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রবিউল হক এবং আহ্বায়ক হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
আপনার মূল্যবান মতামত দিন: