
ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির 'ওরিয়েনটেশ প্রোগ্রাম ২০২৫' অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
এ সময় ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট সহ সংগঠনটির নবীণ ও প্রবীণ শিক্ষার্থীরা।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান বলেন, "ফটোগ্রাফি শুধু একটি শখ নয় এটি একটি শক্তিশালী মাধ্যমে যেটা সময়কে ধারন করে,ইতিহাসকে সংরক্ষণ করে, অনুভূতি গুলো প্রকাশ করে।আগত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন জুলাই বিল্পব পরবর্তী ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে,শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করবে এবং ক্যাম্পাসের ইতিবাচক দিক তুলে ধরবে এবং সবসময় নবীন সদস্যদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, " অঙ্কনের মতো ফটোগ্রাফি হলো একটি আর্ট,ক্যামেরার আধুনিকায়নে ফটোগ্রাফি এখন ফটো সাংবাদিকতায় পরিণত হয়েছে। ৭৪ এর খাদ্য দুর্ভিক্ষে অঙ্কন এবং ফটোগ্রাফি দুটোই আছে, ফটোগ্রাফি মানুষের কথা বলে,সমাজের কথা বলে,নৃতাত্তিকদের বাসস্থানের চিত্র তুলে ধরা সহ সমাজের দর্পন হিসেবে কাজ করে।এটি একটি সমাজতাত্ত্বিক কাজ।এছাড়া তিনি বিশিষ্ট ফটো সাংবাদিক শহিদুল আলমের উদ্ধৃতি টেনে শিক্ষার্থীদের ঢাকার পান্থপথে অবস্থিত গ্রীন গ্যালারী ভ্রমণের অনুরোধ জানান।
আপনার মূল্যবান মতামত দিন: