
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুর রহমান আনাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক বদরুল আমিন পিয়াস স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন রাফিউল ইসলাম রাফি, মেহেদী হাসান তানভির, পিয়াস হাসান ইহানিন, বীন রহমান, আরিফুজ্জামান রিয়াদ, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ মামুন, ইনতিহান ইরা ও ইসমাত জাহান মিতু।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ সাইফুল্লাহ তাহমিদ, রাশেদুল ইসলাম হৃদয় ও অর্পি আরা অর্থি।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনির, জান্নাতুল মাওয়া ও মোঃ মামুন।
নব কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ জেলা কল্যাণ একটি পরিবার যেখানে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছি। আমাদের মূল লক্ষ্য জেলা ভিত্তিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা, শিক্ষার্থী ও সমাজের মানুষের কল্যাণে কাজ করা এবং মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করা। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করতে চাই, যাতে আমাদের সংগঠন আরও কার্যকরী ভূমিকা রাখতে পারে।
নব কমিটির সভাপতি ওবাইদুর রহমান আনাস বলেন, নবীনদের বরণ এবং প্রবীনদের বিদায় উপলক্ষ ছাড়াও আমাদের প্রথম এবং প্রধান উপলক্ষ ছিল আমাদের জেলার ছোট বোন শান্তার লিভার সিরোসিস প্রবলেম। লিভার প্রতিস্থাপন করতে প্রায় ৮০ লক্ষ টাকা প্রয়োজন। তার এই বৃহৎ একটা অংশে আমরা যেন ক্ষুদ্র একটা অংশ দিতে পারি সে জন্য আমাদের প্রোগ্রামের খাবারের যে বাজেট সেই টাকা আমরা শান্তাকে ডোনেট করব। ময়মনসিংহ জেলা থেকে আগত আমার সকল শিক্ষার্থী ভাই ও বোনদের প্রতি আমার আহ্বান,১৭৫ একরে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় থাকে সে প্রত্যাশা কামনা করি।
উল্লেখ্য, 'মননে শিক্ষা, অন্তরে ময়মনসিংহ' এই উপজীব্য কে ধারণ করে ১৯৯৫ সালে ময়মনসিংহ থেকে আগত শিক্ষার্থীদের এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে।
আপনার মূল্যবান মতামত দিন: