ঢাকা | শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইবিতে ছাত্র ইউনিয়নের মাসিক পত্রিকার মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণী

odhikarpatra | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৫

ইবি প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ কর্তৃক আয়োজিত চিত্রকর্ম প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের মাসিক পত্রিকা 'প্রজ্জ্বলন' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সকাল সাড়ে দশটার দিকে এ পুরস্কার বিতরণী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়।

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক নুরে আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো: সাইফুল ইসলাম, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি ওবায়দুর রহমান আনাসসহ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটিতে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন সাদাত সালেহীন, দ্বিতীয় স্থান লাভ করেন ফারহানা লিমু এবং তৃতীয় স্থান লাভ করেন তানভীর শেখ। এসময় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের মাসিক পত্রিকা 'প্রজ্জ্বলন' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক মো: সাইফুল ইসলাম বলেন, আমাদের এখন লেখালেখির শূন্যতা শুরু হয়েছে। আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তারা যদি এগিয়ে না আসে তা হলে এই খালি জায়গাটা পূরণ হবে না। আমি আমার ছাত্র ইউনিয়নের কমরেডদের অনুরোধ করবো তারা যেন এই চর্চাটা অব্যাহত রাখে। শিক্ষার্থীদের মাঝে যেন তারা এই চর্চাটা গড়ে তোলে।

এসময় ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, প্রগতিশীলতার চর্চা কীভাবে করতে পারি, সমাজ এবং দেশের পক্ষে আমরা কীভাবে কাজ করতে পারি। আমাদের এ লেখা অব্যাহত রাখবো। আগামী দিনেও আমাদের এভাবে প্রকাশনা বের হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ আলোকচিত্র প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল: ০১৭৭৫৬০৮০০৩
২৩ ফেব্রুয়ারি,২০২৩



আপনার মূল্যবান মতামত দিন: