
আজ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫,
আমাদের প্রত্যাশা ছিল যে নামাজে জানাজা ও তাঁর আত্মার সর্বোত্তম মাগফিরাত কামনার দোয়াতে পারিপার্শ্বিক বৈরিতা ও শত বাধা সত্ত্বেও তাঁকে ভালোবাসেন এমন প্রচুর বন্ধু-আত্মীয়-সহকর্মী-শুভানুধ্যায়ীরা অংশ নেবেন। হয়েছেও তাই। তাঁর ৩টি জানাজায় সম্ভবত কমপক্ষে ২ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হতো তাহলে অনুমান করি সেটি হতো এই বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রত্ব ও অধ্যাপনা জীবন মিলিয়ে নিজের দেখা দীর্ঘ ৫৬ বছরের মধ্যে কোনো উপাচার্যের জানাজায় সর্বোচ্চ জমায়েত। সেটি হতে পারতো একটি ইতিহাস। ছাত্র-শিক্ষকদের মধ্যে এমনই জনপ্রিয় ছিলেন তিনি।
সে যাই হোক, দৃশ্যমান বৈরিতা ও প্রচন্ড যানজট সত্ত্বেও শুধু ভালোবাসা ও সহমর্মিতার টানে যারা তাঁর জানাজা ও দোয়ায় শরীক হয়েছেন তাঁদেরকে তাঁর পরিবার ও সাংগঠনিক সদস্যদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
যারা আসতে পারেননি কিংবা ঢাকার বাইরে বা প্রবাসে আছেন তাদের জন্য কয়েকটি ছবি এই সাথে সংযোজন করছি।
আপনার মূল্যবান মতামত দিন: