odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু আর নেই  

odhikarpatra | প্রকাশিত: ১৫ June ২০২৫ ২৩:৩০

odhikarpatra
প্রকাশিত: ১৫ June ২০২৫ ২৩:৩০

গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (১৫ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

গণফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোস্তফা মোহসীন মন্টুর প্রথম নামাজে জানাজা বাদ এশা রাত ৯টায় কাঁটাবন ঢাল বাইতুল মামুর জামে মসজিদ অনুষ্ঠিত হবে। আগামীকাল (১৬ জুন) সাড়ে নয়টায় কেরানীগঞ্জ নেকরোজবাগ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর মরহুমের তৃতীয় নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।  

এছাড়াও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আগামীকাল দুপুর ২ টায় কেন্দ্রীয় মিনারে নেয়া হবে তার মরদেহ। শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: