ঢাকা | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ইবি'র পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার: ছাত্র-সংগঠনগুলোর শোক প্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ২৩:৩২

odhikarpatra
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ২৩:৩২

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক ইবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইবি শাখা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সাড়ে ৬ টায় উদ্ধার লাশটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদ আব্দুল্লাহ (২৫)।

তার মৃত্যুতে শাখা ছাত্রদলের আহবায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন এক যৌথ বিবৃতি থেকে জানা যায়, মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে প্রয়াত সাজিদ আব্দুল্লাহ'র শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও নেতৃদ্বয়, এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা থেকে জানানো হয়, সাজিদ আব্দুল্লাহর আকষ্মিক ও মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।সাজিদ আব্দুল্লাহ জুলাই আন্দোলনের একজন নির্ভীক ও অকুতোভয় সৈনিক ছিল। প্রশাসনকে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদঘাটনের আহ্বান জানায়।

এছাড়াও নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। একই সাথে, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে ধৈর্য ধারণ এবং প্রশাসনকে তদন্তের সহযোগিতা করার আহ্বান জানায়।


ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন,সাজিদ আবদুল্লাহ'র মৃত্য কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এমন হাস্যোজ্জ্বল যুবকের আকস্মিক চলে যাওয়া আমাদের মর্মহত করেছে। আমারা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আজিজ হল সংলগ্ন পুকুরে এক শিক্ষার্থীর দেহ ভাসতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে ইবি থানার ওসি মেহেদী হাসানকে খবর দিলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুতপা রায় তাকে মৃত ঘোষণা করে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল: ০১৭৭৫-৬৯৮০০৩



আপনার মূল্যবান মতামত দিন: