odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা না দিতে এরদোয়ানের আহ্বান

odhikarpatra | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৮

odhikarpatra
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৮

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জাতিসংঘের বিভিন্ন বৈঠক ও সম্মেলনে ফিলিস্তিনের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের কণ্ঠরোধ করার চেষ্টা আন্তর্জাতিক ন্যায়বিচার ও মানবাধিকারের পরিপন্থী।

এরদোয়ান আরো উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে। তার মতে, জাতিসংঘে ফিলিস্তিনের উপস্থিতি শান্তি ও ন্যায়ভিত্তিক সমাধানের পথকে আরও শক্তিশালী করবে।
তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, ফিলিস্তিনি ইস্যুকে উপেক্ষা না করে বরং ন্যায্য সমাধানের পথে সক্রিয় ভূমিকা নিতে হবে।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদ ও বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক হলেও এরদোয়ানের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইতিবাচকভাবে দেখছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: