odhikarpatra@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন ঘিরে রাত ৮টা থেকে ঢাবির সব প্রবেশপথ বন্ধ

odhikarpatra | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৭

odhikarpatra
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ কারণে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এই নির্দেশনা চলবে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতের সব প্রবেশপথে কড়া নিয়ন্ত্রণ থাকবে। শুধুমাত্র বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। শিক্ষক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও ফটোকপি পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের সুযোগ পাবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত গাড়ি—যেমন অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, চিকিৎসক ও ফায়ার সার্ভিস—ক্যাম্পাসে ঢুকতে পারবে। অন্য কোনো যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

প্রশাসন আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত নয় এমন পরিবারের সদস্যদের যদি জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হয়, তবে প্রক্টর অফিস থেকে বিশেষ নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে। এ সময় সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখারও অনুরোধ জানানো হয়েছে।

ঢাবি সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: