odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫
জাকসু নির্বাচন

ভিপি প্রার্থীর অভিযোগে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

odhikarpatra | প্রকাশিত: ১১ September ২০২৫ ১২:১৩

odhikarpatra
প্রকাশিত: ১১ September ২০২৫ ১২:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. শেখ সাদী হাসান প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিশেষ একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে।”

তিনি আরও অভিযোগ করেন, কিছু হলে ওই সংগঠনের সভাপতি প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। কিন্তু নির্বাচন কমিশন এসব বিষয়ে নীরব রয়েছে। এ সময় তিনি ভোট গণনা হাতে (ম্যানুয়ালি) করার দাবি জানান।

তার ভাষ্য, “প্রশাসনের আচরণ একপাক্ষিক এবং অভিযোগের পরও নির্বাচন কমিশনের কোনো কার্যকর ভূমিকা পরিলক্ষিত হয়নি।”

তবে সব অভিযোগ সত্ত্বেও শেখ সাদী জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন, তা তিনি মেনে নেবেন।

বিশ্ববিদ্যালয় অঙ্গনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। ভিপি প্রার্থীর এই অভিযোগ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: