odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, বামপন্থী প্যানেলের বর্জনের ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ১১ September ২০২৫ ২০:৩৫

odhikarpatra
প্রকাশিত: ১১ September ২০২৫ ২০:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে বামপন্থী শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ‘সম্প্রীতির ঐক্য’র সাধারণ সম্পাদক শরণ এহসান অভিযোগ করেন, নির্বাচনে শুরু থেকেই একাধিক অনিয়ম হয়েছে। তিনি জানান, ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়। এমনকি ভোটারদের হাতে চিরকুট সরবরাহ করে নির্দিষ্ট প্রার্থীদের ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।

এ ছাড়া তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয় অযৌক্তিকভাবে। প্রচারণার সময় আচরণবিধি ভঙ্গের অভিযোগ থাকলেও তার সুষ্ঠু নিষ্পত্তি হয়নি। তাছাড়া, নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট হয়নি এবং ফলাফলও প্রকাশ করা হয়নি।

অভিযোগে আরও বলা হয়, এসব ঘটনায় নির্বাচন কমিশনের প্রতি আস্থা নষ্ট হয়েছে। ফলে তারা এ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলা যায় না বলে দাবি করেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল–সমর্থিত প্যানেলও একই ধরনের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।



আপনার মূল্যবান মতামত দিন: