odhikarpatra@gmail.com ঢাকা | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, আগামীকাল চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০২

odhikarpatra
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর যাচাই-বাছাই শেষে আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৩৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাহার শেষে প্রার্থীর সংখ্যা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণা চলবে ভোটের আগের দিন রাত ১২টা পর্যন্ত।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবারের রাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২১ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ১২টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে নির্বাচনের অপেক্ষায় রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: