odhikarpatra@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

পূর্ব তিমুরে সাংসদদের বিলাসবহুল গাড়ি পরিকল্পনা বাতিল, জেনজিদের বিক্ষোভে উত্তাল দেশ

odhikarpatra | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

এশিয়ার ছোট দেশ পূর্ব তিমুরে সাংসদদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মূলত তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি প্রজন্মের নেতৃত্বে হাজারো মানুষ রাজধানী দিলিসহ বিভিন্ন সড়কে নেমে আসে। তীব্র প্রতিবাদের মুখে সরকার সংসদ সদস্যদের বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়।

কী হয়েছিল?

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার হাজারো বিক্ষোভকারী রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এসময় তারা সরকারি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সরকার ঘোষণা দেয়—এমপিদের জন্য নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত আর কার্যকর হবে না।

তবে গাড়ি কেনার পরিকল্পনা বাতিলের পরও রাজধানী দিলিতে বুধবারও বিক্ষোভ অব্যাহত থাকে। বিক্ষোভকারীরা এবার সাবেক এমপিদের আজীবন পেনশন সুবিধা বাতিলের দাবিও তুলেছেন।

কেন ক্ষুব্ধ জনগণ?

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের একজন সাংসদের বার্ষিক বেতন প্রায় ৩৬ হাজার মার্কিন ডলার, যা দেশের গড় আয়ের তুলনায় ১২ গুণ বেশি। অথচ দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র, যেখানে শিক্ষা, পানি ও স্যানিটেশনের মতো মৌলিক সুবিধার ঘাটতি প্রকট।

বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, এমপিদের কাছে সরকারের দেওয়া গাড়ি আগেই রয়েছে এবং সেগুলো ভালো অবস্থায় আছে। তারপরও নতুন বিলাসবহুল টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা করেছে সরকার, যা জনগণের কাছে অন্যায্য মনে হয়েছে।

তরুণদের নেতৃত্বে আন্দোলন

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের ৭০ শতাংশ জনগণের বয়স ৩৫ বছরের নিচে। ফলে দেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা দিন দিন বাড়ছে। শিক্ষার্থী ও তরুণরা বলছেন, জনগণ যখন দারিদ্র্য ও বেকারত্বে জর্জরিত, তখন এমপিদের জন্য কোটি কোটি টাকা খরচ করে গাড়ি কেনার উদ্যোগ জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়।

জেনজি তরুণদের উত্থান

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় জেনজি তরুণদের আন্দোলন ক্রমেই প্রভাব বিস্তার করছে। মাত্র এক সপ্তাহ আগে নেপালে তরুণদের আন্দোলনের মুখে কে পি শর্মা অলির সরকার ক্ষমতাচ্যুত হয়। পূর্ব তিমুরের ঘটনাও একই প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও সংগঠিত শক্তির প্রতিফলন।


সারসংক্ষেপ

✅ সাংসদদের জন্য নতুন গাড়ি কেনার সরকারি পরিকল্পনা বাতিল করেছে পূর্ব তিমুর।
✅ জেনজি প্রজন্মের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানী দিলিসহ দেশজুড়ে।
✅ জনগণের দাবি—সাবেক এমপিদের আজীবন পেনশন সুবিধা বাতিলসহ মৌলিক সমস্যা সমাধান।
✅ দক্ষিণ-পূর্ব এশিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের প্রভাব আরও স্পষ্ট হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: