odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫
প্যালেস্টাইন ইস্যুতে মন্তব্যের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপে ওয়াশিংটন-বোগোতা সম্পর্ক আরও সংকটাপন্ন হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র–কলম্বিয়া সম্পর্কে উত্তেজনার নতুন ধাপ: প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিল

odhikarpatra | প্রকাশিত: ২৩ September ২০২৫ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২৩ September ২০২৫ ২৩:৫৩

যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করেছে। নিউইয়র্কে এক সমাবেশে মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোর পর এ সিদ্ধান্ত নেয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর তার বক্তব্যকে উদ্দীপনামূলক, বেপরোয়া ও সহিংসতায় প্ররোচিতকারী বলে আখ্যা দিয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার নিউইয়র্কে এক প্রো-প্যালেস্টাইনি সমাবেশে। সেখানে মেগাফোন হাতে জনগণের উদ্দেশে পেত্রো বলেন, আমি মার্কিন সেনাদের অনুরোধ করছি, ট্রাম্পের নির্দেশ মানবেন না। মানবতার নির্দেশ মানুন। তিনি আরও আহ্বান জানান, এক ধরনের বিশ্ব রক্ষাকারী বাহিনী গঠনের, যার প্রথম দায়িত্ব হবে প্যালেস্টাইনকে মুক্ত করা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট পেত্রো মার্কিন সেনাদের মধ্যে শৃঙ্খলাভঙ্গ ও সহিংসতা উসকে দিতে চেয়েছেন। ফলে তার ভিসা বাতিল করা হয়েছে। কোলোম্বিয়ান গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পেত্রো তখনই দেশে ফেরার পথে ছিলেন। তবে এ পদক্ষেপকে ওয়াশিংটনের সঙ্গে বোগোতার সম্পর্কের অবনতির সর্বশেষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তি এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভিসা বাতিল করার মতো কেউ থাকলে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পেত্রো নন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পেত্রো ক্যারিবিয়ান সাগরে মার্কিন বিমান হামলাকে স্বৈরাচারের কর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, এসব হামলার শিকারদের মধ্যে কলম্বিয়ার নাগরিকও থাকতে পারে। ওয়াশিংটন দাবি করছে, এসব অভিযান ভেনেজুয়েলার উপকূলে মাদকবিরোধী অভিযানের অংশ, তবে পেত্রোর অভিযোগ এসব হামলার আসল উদ্দেশ্য হলো লাতিন আমেরিকায় প্রভাব বিস্তার করা। বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক দেশ কলম্বিয়ার মাদকনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব বিদ্যমান। পেত্রোর সরকার কৃষকদের কোকা চাষ থেকে বিরত রাখার চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিযানের নামে সামরিক পদক্ষেপ নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ প্রায় ৮০ জন কর্মকর্তার ভিসাও বাতিল করেছে, ফলে তারা জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে পারেননি।

প্রেসিডেন্ট পেত্রোর সাম্প্রতিক মন্তব্য ও যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া লাতিন আমেরিকার সবচেয়ে বড় মাদক উৎপাদক দেশটির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে আরও সংকটময় করেছে। মাদকবাণিজ্য, মধ্যপ্রাচ্যের সংঘাত ও আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে দুই দেশের এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

- বিশেষ প্রতিনিধি (Special National Correspondent) মোঃ সাইদুর রহমান (বাবু)



আপনার মূল্যবান মতামত দিন: