odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 21st December 2025, ২১st December ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ১৪ জন গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ১ October ২০২৫ ১৪:৫১

odhikarpatra
প্রকাশিত: ১ October ২০২৫ ১৪:৫১

 

কুমিল্লা, ১ অক্টোবর ২০২৫

অধিকার পত্র ডটকম ডেস্ক 

 কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলা বাড়ি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দারসহ ১৪ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার নজির আহমেদ খান এক সংবাদ সম্মেলনে জানান, ২৮ সেপ্টেম্বর লালমাই থানার এলাকায় দুটি ডাকাতি সংঘটিত হওয়ার খবর পেয়ে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি কালো হাই‌এস গাড়ি দিয়ে তাঁরা দেবিদ্বারে ডাকাতি করার পরিকল্পনায় ছিল। পুলিশ একটি চেকপোস্ট স্থাপন করলে ডাকাত দল পালানোর চেষ্টা করে, সেই সময়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চার জোড়া স্বর্ণের কানের দূল, একটি স্বর্ণের চেইন, একটি জোড়া নুপুর এবং ২০,০০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে লালমাই, বরুড়া ও নবীনগর এলাকায় একাধিক ডাকাতি করার কথা।

পুলিশ এসব গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। 



আপনার মূল্যবান মতামত দিন: