
অধিকারপত্র ডেস্ক
কুমিল্লা, ৩ অক্টোবর
সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে জামায়াতে ইসলামি কুমিল্লা মহানগর শাখা শুক্রবার কুমিল্লা শহরের ১৭ নং ওয়ার্ড, তেলিকোনা এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্প পরিচালনায় ছিল ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন, যারা সাধারণ রোগ, চর্মরোগ, নারী ও শিশু রোগ, ডায়াবেটিস ও রক্তচাপ বিষয়ে পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন। ক্যাম্পে প্রায় ১,৫০০ জন রোগী চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন নগর শাখার নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। তারাও বক্তব্যে সমাজকল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বারোপ করেন।
কাজী দ্বীন মোহাম্মদ বক্তব্যে বলেন, “জামায়াত কর্মী মানেই সেবক। মানুষের দুঃখ-বেদনায় পাশে থাকতে হবে।”
অধিকার পত্র ডটকম সংবাদ বিনামূল্যে চিকিৎসা কুমিল্লা কুমিল্লা স্বাস্থ্য ক্যাম্প জামায়াত মেডিকেল সেবা কুমিল্লা ফ্রি মেডিকেল ক্যাম্প
আপনার মূল্যবান মতামত দিন: