odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

নাটোরে বাস চাপায় ইজি বাইকের তিন যাত্রী নিহত

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৫:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৫:৫৭

নাটোর, ৬ অক্টোবর ২০২৫ : নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় সোমবার দুপুরে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ইজি বাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, বেলা দুইটার দিকে গাইবান্ধা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস 'কল্পনা পরিবহন' বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছালে একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত আরও দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানা  প্রাঙ্গণে রেখেছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন: