ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

ধর্মীয় অবমাননায় ফাঁসি প্রদানের আইন প্রণয়নের দাবি

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৮:০২

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৮:০২

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫:

ধর্মীয় অবমাননার ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি ‘ধর্মীয় অবমাননা প্রতিরোধে ফাঁসির আইন’ প্রণয়নের আহ্বান জানায়।

সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার বলেন, “দেশের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাঠামোগতভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে। যারা কুরআন অবমাননা করেছে, তাদের জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত।”

তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কোনো মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং এটি সংবিধানবিরোধী অপরাধ। তাই জাতীয় সংসদে দ্রুত আইন পাসের মাধ্যমে ধর্মীয় অবমাননাকারীদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “দেশে অপূর্ব পাল নামের এক ব্যক্তি কুরআন অবমাননা করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” তারা বলেন, এমন কর্মকাণ্ডে মুসলিম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বক্তারা ‘ধর্মীয় সম্প্রীতি’ রক্ষায় কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাফেজ মাহবুবুল হক ও বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতা-কর্মীরা।

তারা বলেন, “যারা ধর্মকে নিয়ে কটূক্তি করে সমাজে বিভেদ তৈরি করছে, তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।”

এ সময় বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় অবমাননা প্রতিরোধে আইন প্রণয়ন এখন সময়ের দাবি।



আপনার মূল্যবান মতামত দিন: