
শিশুদের নৈতিক শিক্ষা ও সুন্দর আচরণের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
সুনামগঞ্জ, ৬ অক্টোবর, ২০২৫ : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, “শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে। তাদের যত্ন সহকারে লালন-পালন করতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকাল অনেক অভিভাবক তাদের অবুঝ সন্তানদের মোবাইল ফোনে আসক্ত করে টিকটক ও ফেসবুকে সময় কাটাতে দেয়। এর ফলে শিশুরা লেখাপড়া ও খেলাধুলার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে। এসব কালচার থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে।”
জেলা প্রশাসক অভিভাবক ও পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান, “স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মেধা ও মননে লেখাপড়ার মাধ্যমে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিতের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামীর নতুন দেশ গঠনে এইসব শিশুরাই নেতৃত্ব দিতে পারবেন।”
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলের সভাপতিত্বে ও ইসলামি রিলিফ বাংলাদেশের শামসুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার তোফায়েল আহামেদ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম এবং আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ। পরে শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আপনার মূল্যবান মতামত দিন: