ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন আংশিক নিয়ন্ত্রণে, আটটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন

odhikarpatra | প্রকাশিত: ১৮ October ২০২৫ ২২:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ October ২০২৫ ২২:৪৫

 

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন এখন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সোয়া দুইটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং রাতের দিকে পরিস্থিতি আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কার্যালয়ের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মো. মাসুদুল হাসান মাসুদ জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, “আগুন পুরোপুরি নিভে গেলে বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর সঙ্গে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরাও অংশ নিয়েছেন। উদ্ধারকাজে সহায়তার জন্য বিজিবির দুটি প্লাটুনও মোতায়েন রয়েছে।

আগুন লাগার পর নিরাপত্তাজনিত কারণে চারটি আন্তর্জাতিক ও চারটি অভ্যন্তরীণ ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া কয়েকটি ঢাকাগামী ফ্লাইট কলকাতা ও সিলেটে অবতরণ করেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয়েছে কার্গো সেকশনের আমদানি বিভাগে দুপুর ২টা ১৫ মিনিটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

বিমানবন্দরের নির্বাহী গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এক অডিও বার্তায় বলেন,

“আমরা একটি জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি; সবাইকে অনুরোধ করছি আমাদের সহযোগিতা করতে। যথাসময়ে সঠিক তথ্য গণমাধ্যমে জানানো হবে।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর নিরাপত্তা মূল্যায়ন শেষে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করা হবে।

 


SEO কীওয়ার্ড:

শাহজালাল বিমানবন্দর আগুন, শাহজালাল কার্গো ভিলেজ ফায়ার, ঢাকায় ফ্লাইট স্থগিত, শাহজালাল বিমানবন্দর খবর, Shahjalal Airport Fire 2025, Dhaka Airport Cargo Section Fire, Bangladesh Airport News


 



আপনার মূল্যবান মতামত দিন: