odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st October 2025, ২১st October ২০২৫
আমার ছেলে অপরাধ করেছে, তাই পুলিশে দিলাম

ন্যায়ের কাছে মাতৃত্বও নত—ছেলেকে থানায় দিলেন জবি ছাত্রদল নেতা হত্যা মামলার আসামির মা!”

odhikarpatra | প্রকাশিত: ২০ October ২০২৫ ২১:৩০

odhikarpatra
প্রকাশিত: ২০ October ২০২৫ ২১:৩০

অনলাইন ডেস্ক | অধিকারপত্র ডটকম

প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, রাত ১০:১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় আলোচিত আসামি মাহির রহমানকে নিজ হাতে পুলিশের কাছে সোপর্দ করেছেন তার মা রেখা রহমান
চাঞ্চল্যকর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রেখা রহমান জানান, রবিবার (১৯ অক্টোবর) রাতে রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরে মাহির। পরে আহত অবস্থার কারণ জানতে চাইলে সে ঘটনাটি খুলে বলে।
তিনি বলেন,

“আমার ছেলে অপরাধ করেছে, তাই আমি তাঁকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ছেলেটিও (জোবায়েদ) তো আরেক মায়ের সন্তান।”

মাহিরের মা আরও জানান, রক্তাক্ত অবস্থায় ফিরে আসার পর তাকে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরদিন সোমবার সকালে তিনি স্বেচ্ছায় ছেলেকে নিয়ে চকবাজার থানায় হাজির হন এবং পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, মাহির রহমান পুরান ঢাকার আরমানিটোলার বাসিন্দা। নিহত জোবায়েদ ছিলেন শাবনাম বর্ষার কথিত প্রেমিক, যার বাসায় টিউশনি করতেন তিনি।
রবিবার দুপুরে ওই বাসার সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ডিএমপির লালবাগ জোনের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানান,

“জোবায়েদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। মঙ্গলবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হবে।”

নিহত জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া মাহিরের মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসার ঝড়।
অনেকেই বলছেন, “এই মা প্রমাণ করেছেন—ন্যায়ের কাছে মাতৃত্বও নত হতে পারে।”



আপনার মূল্যবান মতামত দিন: