odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th October 2025, ২৪th October ২০২৫
৯৫-৯৬ সেশনের বন্ধুদের আবেগের বাঁধন! টিএসসিতে বর্ণিল আনন্দ-উৎসবে ফিরছে 'DUFA' পরিবার; মূলমন্ত্র: 'Friendship for the Betterment'।

বন্ধুত্বে গড়া এক মহীরুহ: ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)-এর পঞ্চম মহা-মিলনমেলা

odhikarpatra | প্রকাশিত: ২৩ October ২০২৫ ২২:২৩

odhikarpatra
প্রকাশিত: ২৩ October ২০২৫ ২২:২৩

ডুফার ডাক: নস্টালজিয়ার ভেলায় চড়ে টিএসসিতে বন্ধুত্বের জয়গান 

─ স্পেশাল বুলেটিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ-বাতাস চিরকালই যেন কিছু তারুণ্যের গল্প, কিছু বাঁধনহারা বন্ধুত্বের ইতিহাস বুকে ধরে রাখে। সেই ইতিহাসের পাতাতেই এক সোনালী অধ্যায় রচনা করেছে ‘ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)’—৯৫-৯৬ শিক্ষাবর্ষের একঝাঁক স্বপ্নবাজ বন্ধুর ভালোবাসার সংগঠন। এটি কেবল একটি বন্ধুমহল নয়, বরং বাংলাদেশে কোনো একক ব্যাচের রেজিষ্টার্ড বন্ধুত্বের অন্যতম বৃহৎ সংগঠন, যার মূলমন্ত্র 'Friendship for the Betterment'—এক উন্নত ভবিষ্যতের জন্য বন্ধুত্বের শক্তি।

শুক্রবার, সেই প্রাণের ডুফা পরিবার ফিরছে তার জন্মস্থানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি প্রাঙ্গণে। উপলক্ষ—তাদের পঞ্চম মেগা রিইউনিয়ন ও বার্ষিক সাধারণ সভা।দিনটি হবে বর্ণিল, প্রাণচাঞ্চল্যে ভরা, আর অফুরন্ত আনন্দ-উৎসবে মুখরিত। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে যখন এই তথ্য জানানো হলো, তখন থেকেই যেন পুরোনো ক্যাম্পাসের আনাচে-কানাচে নস্টালজিয়ার ঢেউ। বন্ধুরা আবার ফিরবে, এক ছাদের নিচে, যেখানে শুরু হয়েছিল তাদের জীবনের শ্রেষ্ঠ সময়।

এই মহীরুহের জন্ম কিন্তু হঠাৎ করে নয়। ২০১৬ সালের ডিসেম্বরের ২ তারিখ, ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সেই পরিচিত গোল ঘরেই কিছু বন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় রোপিত হয়েছিল 'ডুফা'র বীজ। সেই ছোট্ট চারা আজ মহীরুহে পরিণত হয়েছে, এবং রেজিষ্টার অব জয়েন্ট স্টক অব কোম্পানিজ (আরজেএসসি) কর্তৃক নিবন্ধন লাভ করে এর ভিত্তি হয়েছে আরও সুদৃঢ়।

ডুফা শুধু চার সহস্রাধিক বন্ধুর মিলনক্ষেত্র নয়, বন্ধু আর তাদের পরিবারের সবাইকে নিয়ে এটি এক বৃহৎ একান্নবর্তী পরিবার। এই পরিবারের চলার পথের অঙ্গীকার একটাই: সকলের সুখে-দুঃখে, হাসি-কান্নায়, আনন্দ-উৎসবে, যে কোনো প্রয়োজনে পাশে থাকা। এক বন্ধুত্বের শপথে বাঁধা এই পথচলা, যেখানে প্রতিটি সদস্যই গ্রুপটিকে প্রাণবন্ত রাখার প্রত্যাশা রাখে।

এবারের মিলনমেলাতেও থাকবে বিশেষ চমক। অনুষ্ঠানের প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি আয়োজকরা। ব্র্যান্ডিং ও ভেন্যু ডেকরেশন উপ-কমিটির আহ্বায়ক মুরাদ পাঠান নিশ্চিত করেছেন, সকল আয়োজন সম্পন্ন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এই বর্ণাঢ্য আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘টাইমস অব বাংলাদেশ’।

টিএসসির চত্বর সেদিন মুখর হবে পুরোনো স্মৃতিচারণায়, বন্ধুদের আড্ডায়, আর নতুন করে সম্পর্কের বাঁধন তৈরির চেষ্টায়। ৯৫-৯৬ সেশনের বন্ধুদের জন্য দিনটি হবে এক ফিরে দেখা, এক নতুন করে বাঁচা—যেখানে তারুণ্যের সেই প্রাণোচ্ছল দিনগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। ডুফা প্রমাণ করে, বন্ধুত্ব কেবল বিশ্ববিদ্যালয় জীবনের একটি অধ্যায় নয়, বরং তা জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হওয়ার এক অটুট বন্ধন।

-মো. সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিবেদক, অধিকারপত্র [odhikarpatranews@gmail.com]

#ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স #ডুফা রিইউনিয়ন #ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৫-৯৬ ব্যাচ  #টিএসসি বন্ধুত্বের মিলনমেলা



আপনার মূল্যবান মতামত দিন: