odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th October 2025, ২৪th October ২০২৫

কিশোরগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে ২২টি টিউবওয়েল বিতরণ: শারজাহ্ চ্যারিটির মানবিক উদ্যোগ

odhikarpatra | প্রকাশিত: ২৪ October ২০২৫ ২০:০১

odhikarpatra
প্রকাশিত: ২৪ October ২০২৫ ২০:০১

 

কিশোরগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র):
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মোট ২২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমের আয়োজন করে এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরাম, আর অর্থায়ন করে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দাতব্য সংস্থা শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল

দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বহু পরিবার সুপেয় পানির অভাবে ভুগছিল। স্থানীয়দের এই মৌলিক প্রয়োজন মেটাতে সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই প্রকল্প গ্রহণ করা হয়। বিতরণের সময় টিউবওয়েলগুলো ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লার নির্ধারিত পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন, সহকারী পরিচালক আকরাম হোসেনতৌফিকুল ইসলাম রানা, ইউনিয়ন শ্রমিক নেতা ফাইজুল হক সুমনসহ ফোরামের শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ।

উপস্থিত বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবারগুলো নিরাপদ পানির সুবিধা পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: