ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ : রাজধানীর ফার্মগেট এলাকায় আজ রোববার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেলএর চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, স্টেশন এলাকা ও ট্রেন লাইনের যান্ত্রিক সরঞ্জামে একটি সমস্যা সনাক্ত করা হয়েছে, যেটি দ্রুত মেরামতের জন্য একটি টেকনিশিয়ান দল সেখানে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এই সেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেরামত কাজ শেষ হলে সেবা পুনরায় চালু হবে।

আপনার মূল্যবান মতামত দিন: