odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ’— জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

odhikarpatra | প্রকাশিত: ২৭ October ২০২৫ ২৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ২৭ October ২০২৫ ২৩:৪০

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫ | নিজস্ব প্রতিবেদক, অধিকার পত্র ডটকম

ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ববিদ্যালয় দিবস।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং দোয়া মাহফিলসহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ভিক্টোরিয়া পার্ক পরিক্রমা করে ক্যাম্পাসে ফিরে আসে। পরে সাজিদ ভবনের নিচতলায় চারুকলা অনুষদের আয়োজনে শুরু হয় ‘বার্ষিক শিল্পকর্ম ২০২৫’ শীর্ষক চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন—

“২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর ফলে আমরা এখন শিক্ষা ও গবেষণার বিভিন্ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করছি। শিক্ষার্থী সংশ্লিষ্ট বাজেটও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও বলেন,

“আমরা একাডেমিক উৎকর্ষ রক্ষায় কাজ করছি। ক্লাস মনিটরিং সিস্টেম অব্যাহত থাকবে, ফলাফল প্রকাশে বিলম্ব রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে।”

উপাচার্য জানান, শিগগিরই বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’ আয়োজন করা হবে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ জোগাবে। এছাড়া আবাসন সংকট নিরসনে আগামী বছরের মধ্যে আংশিক সমাধানের আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন

অনুষ্ঠানে উপাচার্য ‘জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ’ শীর্ষক প্রবন্ধ সংকলনের মোড়ক উন্মোচন করেন। দিবস উপলক্ষে ২০২৪ ও ২০২৫ সালের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’-তে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: