odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 1st November 2025, ১st November ২০২৫
পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসান, আটক অভিযানের সময় পালানোর অভিযোগ

ক্রসফায়ারের অভিযোগে তদন্ত দলের অভিযান, পুলিশ একাডেমি থেকে ‘গা ঢাকা’ ডিআইজি এহসান!

odhikarpatra | প্রকাশিত: ৩১ October ২০২৫ ২০:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৩১ October ২০২৫ ২০:৪৭

পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসান, আটক অভিযানের সময় পালানোর অভিযোগ

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসান উল্লাহ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম।

পুলিশ সূত্র বলছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে তাকে আটক করতে ভোর সাড়ে ৬টার দিকে পুলিশের একটি বিশেষ টিম সারদা একাডেমিতে অভিযান চালায়। অভিযানের সময় তিনি পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, "ডিআইজি এহসান বুধবার সকাল থেকে অফিসে অনুপস্থিত। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল। বর্তমানে তিনি নিখোঁজ এবং তার অবস্থান নিশ্চিত করতে আমরা কাজ করছি।"

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযানের খবর আগেই পেয়ে মোটরসাইকেলযোগে একাডেমি ত্যাগ করেন ডিআইজি এহসান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি রাজধানীমুখী হয়েছেন।

ঘটনার পর থেকেই একাডেমি ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ডিআইজি এহসানকে খুঁজে পেতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: