odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 1st November 2025, ১st November ২০২৫
যাত্রাবাড়ীতে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা: তদন্তে পুলিশ, আটক কয়েকজন

বিআইডব্লিউটিএ কর্মীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা! এলাকায় তোলপাড়

odhikarpatra | প্রকাশিত: ৩১ October ২০২৫ ২২:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৩১ October ২০২৫ ২২:৪৭

অধিকারপত্র ডটকম :

রাজধানীর যাত্রাবাড়ীতে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক কর্মীকে হাত–পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উত্তর শরীফপাড়া এলাকার ফারুক মিয়ার গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আনোয়ার বিআইডব্লিউটিএ সদরঘাট কার্যালয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ী এলাকায়। স্ত্রী ও দুই সন্তানসহ সেখানে থাকতেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, ভোরে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তাকে চোর সন্দেহে আটক করে গ্যারেজে নিয়ে মারধর করা হয়। পরে হাত–পা বেঁধে ফেলে রাখা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহতের ভাই দেলোয়ার হোসেন জানান, স্থানীয়রা ফোনে খবর দিলে তাদের মা ঘটনাস্থলে যান এবং বাবুকে মুমূর্ষু অবস্থায় পান। মৃত্যুর আগে তিনি জানান, তাকে লোহার রড ও অ্যাঙ্গেল দিয়ে পেটানো হয়েছে। দেলোয়ার দাবি করেন, তার ভাই মাদকাসক্ত ছিলেন না; তবে কিছু মানসিক সমস্যা ছিল।

যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে এটি পিটিয়ে হত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গণপিটুনিতে ১৫৩ জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ প্রতিবেদনে উল্লেখ করেছে। যাত্রাবাড়ীর এই ঘটনা সেই তালিকায় নতুন শোক যোগ করল।

পুলিশ বলছে, এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: