odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 3rd November 2025, ৩rd November ২০২৫

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪ জন

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৫ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৫ ২৩:৫৩

ঢাকা | ০২ নভেম্বর ২০২৫, রবিবার, ২২:২৯ (বাসস)


রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— রিয়াদ (২৮), মেহেদী হাসান বাবু ওরফে পেপার বাবু (৩১), মোবারক (২৩), মনির (২৬), আসমা (২২), নুরুল আমিন (৬৫), কিরন (৩৫), হৃদয় (৩৩), সোহাগ গাজী (৩০), সবুজ (৩৮), মফিজুল (৩০), গোলাপি ওরফে সুজন (৩৬), মনির (৩৮) ও রনি (২৭)।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানা পুলিশ গতকাল দ্রুত বিচার, চুরি, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান চালায়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



আপনার মূল্যবান মতামত দিন: