odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 8th November 2025, ৮th November ২০২৫

বিশ্ব সম্মেলনে বাংলাদেশের বার্তা: অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে চাই শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্ব

odhikarpatra | প্রকাশিত: ৭ November ২০২৫ ২১:৫৫

odhikarpatra
প্রকাশিত: ৭ November ২০২৫ ২১:৫৫

সামাজিক উন্নয়নে দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের

দোহা (কাতার), ৭ নভেম্বর ২০২৫

 কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনে’ বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পর্যাপ্ত ও পূর্বানুমেয় আর্থিক সহায়তা এবং জোরালো আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধিদল তিন দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেয়, যা আজ (শুক্রবার) শেষ হয়েছে।

সচিব তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন মডেল মূলত জনকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক। দেশের সামাজিক ন্যায়বিচার, মাইক্রোক্রেডিট, ও সামাজিক ব্যবসার মতো উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে লাখ লাখ মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে।

তিনি উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে বাংলাদেশকে সীমিত আর্থিক পরিসর, ঋণের চাপ এবং জলবায়ুজনিত দুর্যোগের মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে, তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মানবিক উদ্যোগের বিষয়টি তুলে ধরে বলেন, “উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন আর্থিক শর্ত চাপিয়ে দেওয়া অনুচিত।”

 বাংলাদেশ সম্মেলনে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ডিজিটাল বিভাজন কমানো, অভিযোজনমূলক পদক্ষেপের জন্য সহজলভ্য জলবায়ু অর্থায়ন সক্রিয় করা, এবং নারী ও যুব ক্ষমতায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়।

এছাড়া, বাংলাদেশের প্রতিনিধিরা জাতিসংঘ ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের আয়োজিত বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নিয়ে সামাজিক সুরক্ষা, অভিবাসী শ্রমিকদের কল্যাণ, প্রবীণদের যত্ন ও জলবায়ু-সহনশীল সামাজিক ব্যবস্থার সেরা চর্চা তুলে ধরেন।

 


দোহায় অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলনে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জলবায়ু সহনশীল সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব ও পূর্বানুমেয় অর্থায়নের আহ্বান জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: