গজারিয়া, মুন্সিগঞ্জ | ২২ নভেম্বর ২০২৫
মূল তথ্য / ঘটনার বিবরণ
গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের মনারকান্দি গ্রামে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেছেন প্রখ্যাত সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আকস্মিক এই মৃত্যুসংবাদে পরিবারের সদস্য, সহকর্মী সাংবাদিক, পাঠকসহ পুরো গজারিয়ায় নেমে আসে শোকের ছায়া। সত্য অনুসন্ধানে নির্ভীক এ সাংবাদিক কয়েক দশক ধরে গজারিয়ার সমাজ উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
স্থানীয় প্রতিক্রিয়া ও আবেগঘন দৃশ্য
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তার ঢল নামে। পরিবারের সদস্যদের মতে, তিনি ছিলেন শুধু একজন সাংবাদিক নন—পুরো পরিবারের শক্তি, সমাজের পাশে দাঁড়ানো এক মানবিক মানুষ।
নামাজে জানাজা
শনিবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এলাকার অসংখ্য মানুষ জানাজায় উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
সংশ্লিষ্টদের শোকবার্তা
প্রবীণ সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজের মৃত্যুর খবরে দেশ-বিদেশের সাংবাদিক মহলে শোক নেমে আসে। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন—
- লায়ন হাকিকুল ইসলাম খোকন, সভাপতি, আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন
- এম এ সালাম, প্রধান সম্পাদক, বাপসনিউজ
- ড. প্রদর রঞ্জন কর, প্রধান সম্পাদক, এনওয়াবিডিনিউজ
- সুমি খান, সাংবাদিক
- মাহবুবুর রহমান মিলন, লেখক ও সাংবাদিক
- মোঃ নাসির, এডিটর, এনজেবিডিনিউজ
- এবিএম সালেহ উদ্দিন, লেখক, কবি ও সাংবাদিক
- আলমগীর ভূঁইয়া, সাংবাদিক
- হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক, আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন
- আয়েশা আক্তার রবি, সম্পাদক, আইবিএননিউজ২৪.কম
- আরিফুর রহমান আরিফ, সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া2USA.com
- ওসমান গনি, সম্পাদকমণ্ডলীর সভাপতি, বিবিএননিউজ
- সুহাস বডুয়া, সম্পাদক, বিবিএননিউজ
- বিশ্বজিৎ সাহা, সহযোগী সম্পাদক, বিবিএননিউজ
- সরদার আল মামুন, সাংবাদিক ও এনওয়াইপিডি অফিসার
- পংকজ রায়, এনওয়াইপিডি কারেকশন অফিসার
- দেলওয়ার মানিক, সাংবাদিক
- লায়ন আহমেদ শোহেল, সাংবাদিক
- নূরুল আবেদীন, সম্পাদক, প্রবাসেরনিউজ
- ফিরোজ আহমেদ কল্লোল, সাংবাদিক
- এম পাপ্পু চৌধুরী, সাংবাদিক
- শোহেন চৌধুরী, সাংবাদিক
এছাড়া আরও ১০১ জন সাংবাদিক পৃথকভাবে শোক জানিয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন: