odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 25th November 2025, ২৫th November ২০২৫
বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রিলের সঙ্গে ফাঁস—সুইসাইড নোটে মিলল হতাশার ইঙ্গিত

ঢাকায় চিলেকোঠা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রায়হানের ঝুলন্ত লাশ উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ২৫ November ২০২৫ ১৭:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ November ২০২৫ ১৭:২৫

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার চিলেকোঠা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন রায়হান (৩২)–এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ভাটারা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, রায়হান মূলত কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে সংগঠন থেকে বহিষ্কৃত/নিষিদ্ধ হন।

 বসুন্ধরা ১৮ নম্বর রোডের চিলেকোঠায় থাকতেন রায়হান

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান ঢাকার ভাটারা থানার অন্তর্গত বসুন্ধরা আবাসিক এলাকার ই–ব্লকের ৩১৮ নম্বর বাসার চিলেকোঠায় ভাড়া থাকতেন।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন রায়হান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

 সুইসাইড নোট পেয়েছে পুলিশ

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ওসি রাকিবুল হাসান বলেন,
“রায়হান একবার বিয়ে করেছিলেন, পরে বিচ্ছেদ হয়। এরপর পরকীয়ার সম্পর্ক থেকে আরেকটি বিয়ে করেন। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও মানসিক চাপের কারণে তিনি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ছিলেন। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।”

 তদন্ত অব্যাহত

পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ও সুইসাইড নোট বিশ্লেষণের পর চূড়ান্ত কারণ জানা যাবে। পাশাপাশি রায়হানের ব্যক্তিগত সম্পর্ক, মানসিক অবস্থা এবং সাম্প্রতিক কার্যক্রম নিয়েও তদন্ত চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: