odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫
Shahriar Kabir–Nikole Heated Debate on Jamuna TV Sparks Massive Reactions | Jamuna TV Live Clash

যমুনা টিভির লাইভে তীব্র বাকবিনিময়: ব্যারিস্টার শাহরিয়ার–নিকোল বিতর্কে সামাজিকমাধ্যমে তোলপাড়

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৫ ০১:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৫ ০১:৫৬

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৫

যমুনা টেলিভিশনের এক সরাসরি সম্প্রচারে ব্যারিস্টার শাহরিয়ার কবির ও জনপ্রিয় উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোলের মধ্যে ঘটে তীব্র বাকবিনিময়। পুরো ঘটনাটি এখন সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থাপিকা নিকোল প্রশ্ন রাখেন—
“শেখ হাসিনা মৃ/ত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফ/তারি পরোয়ানা—তিনিও দেশে নেই। কয়েক ঘণ্টা পরে চারজনের কেউই দেশে থাকবেন না। ‘মাইনাস ফোর’ না হলেও চারজনের কেউই আর দেশে নেই। দেশে আছেন শুধু জামায়াতের তিনবারের আমির ডা. শফিকুর রহমান—এটা জামায়াতের কাছে কেমন লাগছে?”

ব্যারিস্টার শাহরিয়ারের তীব্র প্রতিক্রিয়া

প্রশ্নের জবাবে ব্যারিস্টার শাহরিয়ার “মাইনাস ফোর” শব্দটির বিরোধিতা জানিয়ে বলেন—
“হাসিনা ইজ এ ডে ড বডি। আর জয় নেভার ওন দিস কান্ট্রি—সে তার মা-নানার মতো বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতককে মাইনাস ফোরে এনে আলোচনার বিষয় করতে চাইলে আমি রাজি নই।”

তিনি আরো বলেন—
“হাসিনা নিজের দাফন-কাফন নিজেই করে ইচ্ছামতো শ্বশুরবাড়ি ভারতে চলে গেছে। তাকে আবার রাজনীতিতে টেনে আনা কেন? আপনি কেন তাকে ‘পার্ট’ বানাতে চাইছেন?”

একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করেন, যা আলোচনাকে আরও উত্তপ্ত করে তোলে।

নিকোলের প্রতিবাদে উত্তেজনা চরমে

শাহরিয়ারের বক্তব্যের পরপরই উপস্থাপিকা নিকোল পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন—
“বিজয়ের মাস চলছে। যমুনা টিভির সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বললেন—একজন নাগরিক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

এরপর দুজনের মধ্যে সরাসরি সম্প্রচারের স্টুডিওতেই তর্ক-বিতর্ক শুরু হয়। উপস্থাপনা টিম পরে আলোচনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

লাইভের ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক, এক্স (টুইটার) এবং ইউটিউবে।
নেটিজেনদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা, আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।


 

 

যমুনা টিভির লাইভে তীব্র বাকবিনিময়: ব্যারিস্টার শাহরিয়ার–নিকোল বিতর্কে সামাজিকমাধ্যমে তোলপা

#JamunaTV

#JamunaT #ShahriarKabir #RoksanaAnjumNikole #SheikhHasina #SheikhMujiburRahman #KhaledaZia #BangladeshPolitics #TalkShowClash #SocialMediaGrowth #OdhikarPatra


 



আপনার মূল্যবান মতামত দিন: