ভোটের পরিবেশ তৈরি করাই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: টাঙ্গাইল থেকে জোরালো বার্তা দিলেন জোনায়েদ সাকি
টাঙ্গাইল, ০৬ ডিসেম্বর (অধিকারপত্র ডেস্ক): গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা দরকার এবং এই পরিবেশ তৈরি করাই নির্বাচন কমিশনের জন্য এক বড় চ্যালেঞ্জ। তিনি এই বিষয়ে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আজ শনিবার বিকেলে টাঙ্গাইল শহরে গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক ‘মাথাল মার্কা’র সমর্থনে আয়োজিত মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কার ছাড়া নির্বাচনের বিকল্প নেই
জোনায়েদ সাকি তাঁর বক্তব্যে জাতীয় নির্বাচনের সঙ্গে সংস্কারের বিষয়টিকে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে উল্লেখ করেন। তিনি বলেন, “সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোনো বিকল্প নেই বাংলাদেশে।”
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে এবং অনেক গোষ্ঠী তাদের দলীয় স্বার্থে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে—এই আশা প্রকাশ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সদর আসনের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্যসচিব ফারজানা জেসমিন প্রমুখ।
জাতীয় নির্বাচন নিয়ে বড় শঙ্কা! ভোট ও সংবিধান সংস্কারের দাবিতে অনড় জোনায়েদ সাকি! ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার ডাক!
হ্যাশট্যাগ এবং কি-ওয়ার্ডস
হ্যাশট্যাগ: #জোনায়েদ_সাকি #গণসংহতি_আন্দোলন #নির্বাচন_কমিশন #সংবিধান_সংস্কার #জাতীয়_নির্বাচন #টাঙ্গাইল_মিছিল #মাথাল_মার্কা #রাজনৈতিক_চ্যালেঞ্জ #AdhikarpatraNews #অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: